লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। রোববার সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজা পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন। 

জানাজা শেষে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসার কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল ও উপপরিবেশবিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবু তাহের বেশ কিছুদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। গত শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়। আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।