বরিশালে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ছয়টি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ১৫ মার্চ বিকেলে সরকারি বরিশাল কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম রিজনকে নগরের কাশিপুর এলাকায় পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যাচেষ্টা করে একদল কিশোর সন্ত্রাসী। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কাশিপুর এলাকার একদল বেপরোয়া কিশোর দীর্ঘদিন ধরে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তার প্রতিবাদ করায় রাকিবুলের ওপর হামলা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় মনিরুজ্জামান খান, শিক্ষার্থী এইচএম রাব্বি, মইনুল ইসলাম, মো. মোমেন, ইমন হোসেন, মো. সোহান, তানভির আহম্মেদ, রাকিবুলের বোন সুমাইয়া আক্তার, টুম্পা আক্তার, ভগ্নিপতি সায়মন হোসেন, আব্দুল জব্বার প্রমুখ।

এসব কর্মসূচিতে অংশ নেওয়া কলেজগুলো হচ্ছে–সরকারি বরিশাল কলেজ, অমৃত লাল দে কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, ব্রজমোহন (বিএম) কলেজ, কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ও সরকারি আলেকান্দা কলেজ।

রাকিবুলের বোন টুম্পা আক্তার জানান, কিশোর সন্ত্রাসী রিয়ন সিকদারের নেতৃত্বে হামলা হয়। রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাকিবুলের মা মামলার বাদী রুবিনা বেগম অভিযোগ করেন, প্রধান হামলাকারী রিয়ন সিকদারসহ অন্য আসামিরা ক্ষমতার বলে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তারা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।