- সারাদেশ
- সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন। ছবি- সংগৃহীত।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংকের (এসবিএসিবি) প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের বিরুদ্ধে তিন মামলার চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোর তদন্ত প্রতিবেদন এরই মধ্যে কমিশনে জমা দেওয়া হয়েছে। কমিশনের অনুমোদনের পরই আদালতে চার্জশিটগুলো পেশ করা হবে। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আমজাদ হোসেনের মালিকানাধীন তিনটি অস্তিত্বহীন কোম্পানির নামে ওই পরিমাণ অর্থ আত্মসাতের তথ্য-প্রমাণ রয়েছে দুদকের হাতে। ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা করেছিলেন দুদক দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।
মামলাগুলো তদন্তে প্রায় ৫০ কোটি আত্মসাতের যাবতীয় নথি সংগ্রহ করা হয়েছে। এসব নথি চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া হবে। তদন্ত পর্যায়ে আমজাদ হোসেন, তার মালিকানাধীন কোম্পানি, তার স্ত্রী, সন্তানদের নামে এক হাজার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। উত্তরা, ন্যাশনাল, সাউথ বাংলা, জনতা, সোনালী, সাউথইস্ট, প্রাইম, ন্যাশনালসহ বিভিন্ন ব্যাংকে রয়েছে ওই এক হাজার হিসাব।
দুদক সূত্র আরও জানায়, আমজান হোসেন অস্তিত্বহীন আল-আমিন করপোরেশন, রাফি-মাহি করপোরেশন ও আরেকটি কোম্পানির নামে ঋণ নিয়ে ওই টাকা আত্মসাৎ করেছেন।
আমজাদ হেসেন বর্তমানে বিদেশে অবস্থান করছেন। অভিযোগ অনুসন্ধান পর্যায়ে দুদকের আবেদন অনুযায়ী আদালত থেকে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে আদালতের অনুমতি নিয়ে বিদেশে যান তিনি।
মন্তব্য করুন