- সারাদেশ
- দাওয়াত খেতে ডেকে বন্ধুকে হত্যা, দুইজনের যাবজ্জীবন
দাওয়াত খেতে ডেকে বন্ধুকে হত্যা, দুইজনের যাবজ্জীবন

আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: সমকাল
দাওয়াত খেতে ডেকে বন্ধুকে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন।
এদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় একই মামলার আসামি বাছির আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল ইসলাম ও এলাইছ মিয়া। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী।
অ্যাডভোকেট সোহেল আহমদ বলেন, ২০ বছর আগে মুজিবকে হত্যা করে তার দুই বন্ধু। আজ এ হত্যা মামলার রায় হয়েছে। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।
মামলার বিবরণে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা মুজিব, কামরুল ও এলাইছ তিনজন ব্যবসায়িক বন্ধু ছিলেন। নিহত মুজিবের কাছে ব্যবসা সংক্রান্ত ৫৫ হাজার টাকা পাওনা ছিলেন আসামি কামরুল ও এলাইছের। মুজিব পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা পরিশোধ করলেও ১৫ হাজার টাকা বাকি থেকে যান।
২০০২ সালের ২২ জুন মীমাংসা করার জন্য মুজিবকে এলাইছের বাড়িতে দাওয়াত দেন কামরুল ইসলাম। পরে কামরুল ও এলাইছ উভয়ে মুজিবকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায়। পরদিন ২৩ জুন কাইমা গ্রামের ভাটিপাড়া রোডের পাশে মুজিবের ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মুজিবের বাবা আব্দুর রউফ বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ২০ বছর পর আজ এ মামলার রায় দেন আদালত।
মন্তব্য করুন