- সারাদেশ
- শাকিব খানের লিখিত অভিযোগ, খতিয়ে দেখবে ডিবি
শাকিব খানের লিখিত অভিযোগ, খতিয়ে দেখবে ডিবি

শাকিব খান
দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার বিকেলে রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে অভিযোগ করেন তিনি। ডিবিও তার অভিযোগ আমলে নিয়েছেন বলে গণমাধ্যেমে জানিয়েছেন। ডিবি বলছে, শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।
কিছুদিন আগে শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’–এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন রহমত উল্ল্যাহ নামের এক প্রযোজক। ওই প্রযোজকের নামে মানহানির মামলা করতে গতকাল শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় উপস্থিত হন শাকিব খান। তবে পুলিশ মামলাটি নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার ‘অপারেশন অগ্নিপথ’–এর অন্যতম প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, শাকিব একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। সেখান তিনি দাবি করেন, রহমত উল্লাহ প্রযোজক না হয়েও তাঁর বিরুদ্ধে আজেবাজে ও মিথ্যা বলছেন, প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমরা বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান। আমরা অভিযোগ খতিয়ে ও তদন্ত করে দেখব।
হারুন আর রশীদ বলেন, ‘শাকিব আমাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন, যাঁর বিরুদ্ধে তাঁর অভিযোগ, সেই প্রযোজক রহমত উল্লাহ দেশ ছেড়ে পালাতে পারেন—এ রকম কথা নাকি শুনেছেন তিনি। আমরা বলেছি, আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখব। বাংলাদেশে আছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।’
গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগটি করেন রহমত উল্লাহ। অভিযোগে তিনি বলেন, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্য ধারণের সময় একজন নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান।
মন্তব্য করুন