- সারাদেশ
- চাঁদাবাজির প্রতিবাদ করায় গুলি, আহত ২
চাঁদাবাজির প্রতিবাদ করায় গুলি, আহত ২

ছবি: প্রতীকী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চাঁদাবাজির প্রতিবাদ করায় দুইজনের ওপর গুলি চালিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার বিকেলে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাজারের ব্যবসায়ী সোহান মন্ডল ও প্রবাসী রাজকুমার মন্ডল। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে একটি সন্ত্রাসী চক্র সমাধিনগর বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। রোববার বিকেলে ওই সন্ত্রাসীরা বাজারের ব্যবসায়ী অশোক কুমারের কাছে চাঁদা নিতে আসে। সেখানে উপস্থিত প্রবাসী রাজকুমার এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় ও পায়ে গুলি করে। রাজকুমারকে বাঁচাতে সোহান মন্ডল এগিয়ে গেলে তাকেও গুলি করে। গুলিটি তার পেটে লাগে।
জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল বসু জানান, মাধব গ্রুপ নামে একটি সন্ত্রাসী চক্র এ ঘটনা ঘটিয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন