- সারাদেশ
- ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: প্রতীকী
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বইন্নার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধানীখোলা ইউনিয়নের উজান ভাটিপাড়া গ্রামের মতলেব হোসেনের ছেলে আরিফ হোসেন (২০) ও দক্ষিণ ভাটিপাড়া গ্রামের ডামের মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে অলিউল্লাহ অলি (১৯)। তারা দুইজনই পেশায় কাঠমিস্ত্রি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জে বিয়ের দাওয়াতে যান তারা। ফেরার পথে বালিপাড়া-নান্দাইল সড়কের বইন্নার ব্রিজের ওপরে তাদের মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
তাৎক্ষনিক নিহতদের পরিচয় পাওয়া না গেলেও পরে শনাক্ত করেন ধানীখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এক গাড়ি চাপায় তারা নিহত হয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন