- সারাদেশ
- দেশব্যাপী আজ ‘বিক্ষোভ দিবস’ পালন করবে জাসদ
দেশব্যাপী আজ ‘বিক্ষোভ দিবস’ পালন করবে জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আজ সোমবার দেশব্যাপী ‘বিক্ষোভ দিবস’ পালন করবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিক অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে যুক্ত অসৎ ব্যবসায়ী, মজুতদার ও মুনাফাখোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই দিবস পালন করবে দলটি।
এ উপলক্ষে দেশের সব জেলা, মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল হবে। কেন্দ্রীয় কর্মসূচিতে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলের সব জেলা, মহানগর ও উপজেলা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন