- সারাদেশ
- মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

দুর্ঘটনা কবলিত বাস। ছবি-সমকাল
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অবিনাশ মিত্র (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
রোববার ভোররাতে উপজেলার মঠবাড়িয়া-ঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অবিনাশ মিত্র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ইমা পরিবহনের বাসটি ঢাকা থেকে পাথরঘাটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বারেক আকন বাড়ির সামনে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা আরও জানান, গুরুতর আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা অবিনাশ মিত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হেলেনা বেগম (৫৫), শামীম (২০) ও সাব্বিরকে (১৫) বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বর্তমানে আমাদের হাসপাতালে ৫ জন ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ দুর্ঘটনায় চালক ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন