ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ভবনের পানি নিষ্কাশনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

ভবনের পানি নিষ্কাশনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ মার্চ ২০২৩ | ০৯:৪৮ | আপডেট: ২০ মার্চ ২০২৩ | ০৯:৪৮

সিলেট নগরীর সবুজবাগ আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের গর্ত থেকে পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন শ্রমিক মারা গেছেন। সোমবার সকালে সবুজবাগের ১ নম্বর রোডের ৭/বি নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিকরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল গ্রামের জাহিদ হোসেন (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাট গ্রামের সাদিক মিয়া (২৫)।

ভবন নির্মাণ কাজের সহকারী ঠিকাদার আব্দুস শুকুর জানান, ভবনের বেইসমেন্টের কাজের জন্য গর্ত খুঁড়তে হয়েছিল। সেখানে পানি জমে যাওয়ায় সকালে দুই শ্রমিক পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এসএমপির শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, পানিতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় তারা মারা যান। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের লাইনে লিক ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পেয়েছে।

আরও পড়ুন

×