গাজীপুরের কাপাসিয়ার পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে আব্দুল জব্বার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

অভিযুক্তর নাম আছমা আক্তার (৪৫)। তিনি নিহত আব্দুল জব্বারের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেন জানান, প্রায় ১২ বছর আগে বেলাশী গ্রামের মৃত আজগর আলীর ছোট ছেলে এমারত হোসেন মারা যান। পরে তার স্ত্রী চার সন্তানের জননী আছমা আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন পাঁচ সন্তানের জনক ও মৃত এমারত হোসেনের বড় ভাই আব্দুল জব্বার। বিয়ের পর থেকেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রায়ই আছমা আক্তারের সাথে আব্দুল জব্বারের ঝগড়া বিবাদ লেগে থাকত। গত রোববার সন্ধ্যায় তাদের মাঝে প্রচণ্ড ঝগড়া হলে আব্দুল জব্বার বাড়ি থেকে চলে যেতে বাধ্য হন। পরে সোমবার দুপুরের দিকে তিনি বাড়িতে মোবাইল ফোন নিতে এলে তাদের মাঝে আবারও কথাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে আছমা আক্তার স্বামীর অন্ডকোষে চেপে ধরলে ঘটনাস্থলেই জব্বারের মৃত্যু হয়। এ সময় আশপাশের লোকজন এসে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে আসমা পলাতক রয়েছে।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।