জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বরখাস্ত হওয়া ফার্মাসিস্ট সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রী তুলসি রানী বাড়ইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এক কোটি ৫২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

দুদকের খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, সুধাংশু শেখর বাড়ই তার জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৭০ লাখ ২২ হাজার টাকার সম্পদ প্রদর্শন করেছেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে স্থাবর ও অস্থাবরসহ সর্বমোট এক কোটি ৯৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে তিনি পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ বাবদ মোট ব্যয় করেছেন ২৪ লাখ ৭৫ হাজার টাকা। ব্যয় বাদে তার নিট আয় ৪৬ লাখ ৫৪ হাজার টাকা। দেখা গেছে, সুধাংশু শেখর বাড়ইয়ের অবৈধভাবে উপার্জিত আয় এক কোটি ৫২ লাখ টাকা। অবৈধ সম্পদের তথ্য গোপন করে তিনি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, সুধাংশু শেখর বাড়ই তার অবৈধ আয়ের মাধ্যমে নগরীর বয়রা এলাকায় জমিসহ একটি তিনতলা ভবন এবং তার স্ত্রী তুলসি রানী বাড়ইয়ের নামে একটি চারতলা ভবন তৈরি করেছেন। তুলসি রানী বাড়ই তার স্বামীর ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ নিজ দখলে রেখে একই আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।