খুলনা নগরীর গোলকমনি শিশু পার্ক চত্বরে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। সোমবার সকালে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশেনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক।

জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার যৌথ আয়োজনে তথ্যমেলায় ২২টি সরকারি ও ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার প্রথম দিনে তথ্য অধিকার আইন ২০০৯-এর যথাযথ বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন দুদকের বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ। বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক জিনাত আরা আহমেদ, সনাক খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরতই-খুদা, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, টিআইবির সমন্বয়কারী কাজী শফিকুর রহমান প্রমুখ।