চট্টগ্রামে কলেজছাত্র ইভান হত্যার ১১ মাস পর শচীন দাশ (২০) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর কোতোয়ালী থানার লালদিঘীপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শচীন দাশ লোহাগাড়া থানার বড় হাতিয়া গ্রামের রঞ্জিত দাশের ছেলে। বর্তমানে তিনি নগরীর বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদনগর এলাকায় থাকেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‘হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে শচীন দাশকে শনাক্ত করা হয়েছিল। ঘটনার পর তিনি পালিয়ে যান। কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে দেরি হয়েছে।’ ওসি বলেন, ‘মামলার প্রধান আসামিসহ এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরীর চেরাগি পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে দুইদল কিশোর-তরুণের মারামারির সময় ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) নামে এক তরুণ খুন হন। এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশ হত্যাকাণ্ডের পর পরই দুইজনকে গ্রেপ্তার করেছিল।