- সারাদেশ
- নিখোঁজের দু’দিন পর নদী থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার
নিখোঁজের দু’দিন পর নদী থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার
-samakal-সমকাল-5e33f2e7da3e6-samakal-63eefe50590ca-samakal-641869b292fd0.jpg)
প্রতীকী ছবি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের দু’দিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামের এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সমীর চন্দ্র দাস উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লা কান্দি গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে। তিনি চট্টগ্রামে আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন।
নিহত সমীর চন্দ্র দাসের স্ত্রী সোমা রানী দাস বলেন, ‘চট্টগ্রাম থেকে গত বুধবার সমীর বাড়িতে আসেন। শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যান তার বন্ধু ডালিম। পরে তিনি বাড়িত ফিরে আসেন। ওই দিন সন্ধ্যায় আবারও ডালিমের সঙ্গে বাইরে যান। বাড়িতে ফিরে না আসায় রাতে তার মোবাইল ফোনে একাধিক কল করা হলে রিসিভ করেন ডালিম। ডালিম আমাকে জানান, সমীর তার সঙ্গে আছেন। কিছুক্ষণ পর তিনি বাড়িতে যাবেন।’
তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল ফোন নিয়ে বাড়িতে আসেন ডালিম। এ সময় ডালিম জানান, সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে জুয়া খেলছিলেন। তখন অজ্ঞাতনামা কেউ বরাবর টর্চলাইট মারলে, পুলিশ ভেবে তারা গোমতী নদীতে ঝাঁপ দেন।’
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন