- সারাদেশ
- দুই মামলায়ই মাহির স্বামী রকিবের জামিন
দুই মামলায়ই মাহির স্বামী রকিবের জামিন

ছবি- মাহিয়া মাহির ফেসবুক থেকে নেওয়া
রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার সোমবার জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আহসানুল হক জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায়ই রকিবের জামিন মঞ্জুর করেছেন।
কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে গত শুক্রবার মাহি ও তার স্বামী রকিবের বিরুদ্ধে মামলা করেন প্রতিপক্ষ ইসমাইল হোসেন। এ এছাড়া বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি করেন।
ওই মামলায় গত শনিবার ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফেরার পর বিমানবন্দর থেকেই মাহিয়া মাহি গ্রেপ্তার হন। প্রথমবার তার জামিন না মঞ্জুর করলেও পরে আদালতের বিচারক ইকবাল হোসেন তার জামিন মঞ্জুর করেন। ওইদিন রাতেই তিনি কারামুক্ত হন।
এর পরদিন রোববার সকালে স্বামী রকিব সৌদি আরব থেকে দেশে ফেরেন।
মন্তব্য করুন