যশোর সদর উপজেলার উপশহর এলাকায় অনুমোদনহীন গবাদিপশু ওষুধ তৈরির অপরাধে ইম্পেরিয়াল এগ্রো ফার্মা লিমিটেডের সত্ত্বাধিকারী মোশারফ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ এ কারাদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, গবাদিপশুর ৬ প্রকার ওষুধ তৈরির অনুমতি রয়েছে ইম্পেরিয়াল এগ্রো ফার্মা লিমিটেডের। কিন্তু তারা ২৭ প্রকাশ ওষুধ তৈরি করছিল। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি করা হচ্ছিলো এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশের ওষুধ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছিল, যা পশুর জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদনহীন ভেজাল ওষুধ ধ্বংস করা হয়েছে।