- সারাদেশ
- ১০ লাখ টাকা জরিমানার পর হট্টগোল, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড
নদী ভরাট করে রাস্তা নির্মাণ
১০ লাখ টাকা জরিমানার পর হট্টগোল, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড

বগুড়া সদরের গোকুল এলাকায় করতোয়া নদী ভরাট করে সড়ক নির্মাণের দায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস) ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন এই রায় দেন। রায় ঘোষণার পর টিএমএসএস কর্মকর্তারা সেখানে হট্টগোল শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থতি শান্ত হয়। তবে এই টাকা পরিশোধ না করায় টিএমএসএসের এক কর্মকর্তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে গত শনিবার টিএমএসএস নদী ভরাট করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওই সময় নদীর সীমানা দখল করলে সরকারি নিয়ম অনুযায়ী জরিমানা দিতে রাজি থাকার মর্মে মুচলেকা দেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা।
ওই দিনের সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার নদীর সীমানা পরিমাপ করেন ইউএনও। এ সময় করতোয়া নদীর সীমানার মধ্যে ভরাট করে রাস্তা নির্মাণের সত্যতা পান তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেন তিনি। অনাদায়ে টিএমএসএসের মাঠ সুপারভাইজার জাকিরুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় রায় অস্বীকার করে টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা ইউএনওকে বলেন, এখানে একটি রাস্তা করা হয়েছে, এটি সাময়িক। এ রাস্তায় স্থানীয়রা চলাচল করে। এখানে পরিবেশের কোনো আইন লঙ্ঘন হয়নি। কারা অভিযোগ করেছে, কারা বলেছে এটা আপনার অফিসে বসে দেখা উচিত। আজকে আপনি নদী পরিমাপ করতে এসেছেন। যথাযথভাবে পরিমাপ করে দেখেন কোথায় টিএমএসএস নদীর মধ্যে গেছে।
আদালতের জরিমানার বিষয়টি নিশ্চিত করেন ইউএনও ও নির্বাহী এক্সিকিউটিভ ফিরোজা পারভীন। তিনি বলেন, শনিবার করতোয়া নদী ভরাটের অভিযোগে ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন আমি সেখানে রাস্তা নির্মাণের জন্য মাটি ভরাট করতে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। শ্রমিকরা জানিয়েছেন, তারা টিএমএসএসের জন্য কাজ করছেন।
ইউএনও আরও বলেন, আজকে করতোয়া নদী পরিমাপের সীমানা নির্ধারণের দিন ছিল। পরিমাপে দেখা যায় করতোয়ার মাঝ দিয়ে বালু দিয়ে একটি রাস্তা নির্মাণ হচ্ছে। এ ছাড়াও আমি টিএমএসএসের অংশে ময়লা ও বালু ফেলা হচ্ছিল, সেই কাজ বন্ধ রাখতে বলেছিলাম। কিন্তু আজ এসে দেখি সেই কাজ চলমান ছিল। এ জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ ধারায় টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা করেছি। অনাদায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে হোসনে আরা বলেন, নদীর জায়গা নয়, আমাদের নিজস্ব জমিতে রাস্তা বানানো হয়েছে। কিন্তু ইউএনও অন্যায়ভাবে টিএমএসএসকে জরিমানা করেছিলেন।
মন্তব্য করুন