- সারাদেশ
- সুন্দরবন থেকে মৃত জোড়া হরিণ উদ্ধার
সুন্দরবন থেকে মৃত জোড়া হরিণ উদ্ধার

সুন্দরবন। ফাইল ছবি
সুন্দরবন থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা এলাকা থেকে মৃত হরিণ দুটি উদ্ধার করা হয়।
পাথরঘাটার রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পাথরঘাটা বন বিভাগের সদর বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান জয় জানান, সোমবার বেলা ১১টার দিকে হরিণঘাটা বনের মধ্যে দুটি হরিণ মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে বলে জানায় কোস্টগার্ড। এ সময় হরিণ উদ্ধারে বন বিভাগ জঙ্গলে তল্লাশি চালায়। পরে বিকেল ৪টার দিকে ঝিনতলা নামক এলাকা থেকে মৃত্যু অবস্থায় দুটি হরিণ উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে হরিণ দুটি রেঞ্জ অফিসে আনা হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের উপস্থিতিতে হরিণের সুরতহাল শেষে কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি হরিণের ওজন ৭০ কেজির মতো। তবে হরিণের গায়ে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বনের মধ্যে খালে মৎস্য শিকারিরা বিষ দিয়ে মাছ শিকার করার সময় ওই পানি পান করে হরিণ দুটি মারা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন