মামলা তুলে না নেওয়ায় মো. হানিফ মিয়া নামের এক বৃদ্ধকে বাড়ি থেকে তুলে নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও তার ভাইদের বিরুদ্ধে। এসময় ওই বৃদ্ধের স্ত্রী সমতা বেগম ও ছেলে মোশারফ হোসেনকেও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর ছায়েট দক্ষিণপাঁড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্তরা হলেন- আওয়ামী লীগ নেতা মো. দুলাল মিয়া, তার ভাই বরজু মিয়া। তারা নির্যাতনের শিকার ওই বৃদ্ধের চাচাত ভাই। বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে হানিফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অভিযুক্তদের আটক করে আদালতে পাঠানো হয়।

জানা যায়, বাড়ির সীমানা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুলাল মিয়া ও বরজু মিয়াদের বিরোধ চলে আসছে। গত কিছুদিন আগে এর জেরে দুলাল মিয়া ও বরজু মিয়া প্রতিবেশী মো. হানিফ মিয়ার গরুর খড়ের গাদায় বাঁশ দিয়ে বেড়া দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই মধ্যে হানিফ মিয়া নরসিংদী আদালতে দুলাল ও বরজু মিয়াসহ কয়েকজনকে আসামি দুটি মামলা দায়ের করেন। এর পর উভয় পক্ষের মধ্যে বিরোধ নিরসনে সালিশের আহবান করা হয়। কিন্তু ওই দিন এক পক্ষ উপস্থিত না হওয়ায় গতকাল রোববার আবারও সালিশে বসার কথা বলা হয়। তবে রোববার সারাদিন বৃষ্টি হওয়ায় সালিশ বসা সম্ভব হয়নি। 

এতে ক্ষিপ্ত হয়ে সোমবার অভিযুক্তরা বৃদ্ধ মো. হানিফ মিয়াকে বাড়ি থেকে তুলি নিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন করে। এসময় নির্যাতরে শিকার হানিফের মেয়ে আকলিমা ‘জরুরি সেবা’ ৯৯৯-এ কল দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে। পরে দুলাল মিয়া ও তার ভাই বরজু মিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নির্যাতনের শিকার হানিফ মিয়া বলেন, ‘অভিযুক্তদের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি। মামলা কেন তুলে নেওয়া হয়নি এই অভিযোগে তারা আজ আমাকে মারধর করেন। এসময় আমার স্ত্রী ও ছেলে আমাকে রক্ষা করতে গেলে তাদেরকেও মারধর করা হয়।’ 

বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না বলেন, ‘ঘটনাটি আমি শুনিনি।’ 

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।