- সারাদেশ
- বিচার চাইলেন তনুর শিক্ষক সহপাঠীরা
বিচার চাইলেন তনুর শিক্ষক সহপাঠীরা

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের উদ্যোগে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় - সমকাল
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার সাত বছর পূর্ণ হয়েছে সোমবার। এ উপলক্ষে সকাল ১০টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের উদ্যোগে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তনুর সহপাঠী ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি এস এম রুবেলের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার। স্মরণসভায় স্মৃতিচারণ করেন নাট্যকর্মী পৃথল দাস, লিটন মিয়া, জান্নাতুল রানী, লিমা আক্তার প্রমুখ।
অধ্যক্ষ আবু জাফর খান বলেন, ‘আমাদের এক ছাত্রীকে এভাবে অসময়ে চলে যেতে হয়েছে। তাঁর পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই বলতে পারি না। তনু হত্যার বিচার হবে– এমন আশা আমরা এখনও করছি। সুষ্ঠু বিচার যেন তনুর বাবা-মা পান, আমরা সেটাই চাই।’
২০১৬ সালের ২০ মার্চ রাতে তনুর মরদেহ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের ২০ থেকে ৩০ গজ পশ্চিমে ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। থানা পুলিশ, ডিবি ও সিআইডির পর ২০২০ সালের ২১ অক্টোবর থেকে হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে আসছে। সাত বছরেও মামলার কূলকিনারা করতে পারেনি তদন্ত সংস্থাগুলো।
মন্তব্য করুন