- সারাদেশ
- নারায়ণগঞ্জে গ্যাসের অবৈধ সংযোগ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জে গ্যাসের অবৈধ সংযোগ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সমকাল
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ তথ্য নিশ্চিত করে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মসিউর রহমান সমকালকে জানান, অভিযানে একটি খাবারের হোটেল, একটি বেকারি ও একটি টি-স্টলে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। পরে ওই তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকৌশলী মসিউর রহমান বলেন, ‘বাসা-বাড়িতে অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহার করায় তিন বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ অবৈধভাবে নেওয়া আরও দুই শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মসিউর রহমান।
মন্তব্য করুন