ফরিদপুরে পাঁচটি স্কুলে মেধাবী ও কর্মঠ শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দিলেন স্কুলগুলোর প্রতিষ্ঠাতা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে এ কে আজাদ এ পুরস্কার প্রদান করেন।

ফরিদপুর সদর উপজেলার পশরায় অবস্থিত এম এ আজিজ হাই স্কুল ও এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরের টেপাখোলায় অবস্থিত নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এবং ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের ভাঙ্গিডাঙ্গী গ্রামে অবস্থিত মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোতালেব হোসেন হাই স্কুলের মেধাবী শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের বিবেচনায় যারা ভালো শিক্ষক হিসেবে পাঠদান করছেন তাঁরা এ পুরস্কার পান।

এসময় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম নিরু, হা-মীম গ্রুপের কনসাল্ট্যান্ট ড. উলফাত হোসেন, ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি শাহ আলম মুকুলসহ বিশিষ্টজনেরা।