
রাজশাহী মেডিকেল কলেজের বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী নুরন্নবী ছাত্রাবাস প্রাঙ্গণে সুহৃদ সমাবেশ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিশুদের সঙ্গে সুহৃদরা
গত ১৩ মার্চ রাজশাহী মেডিকেল কলেজের বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী নুরন্নবী ছাত্রাবাসের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমকাল সুহৃদ সমাবেশ রাজশাহী মেডিকেল কলেজ শাখা কর্তৃক আয়োজিত শিশুদের প্রাণোচ্ছল ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নেয় প্রথম থেকে সপ্তম শ্রেণির শিশুরা। বয়স এবং শ্রেণি অনুযায়ী তাদের দুটি আলাদা গ্রুপে ভাগ করা হয় এবং সে অনুযায়ী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করানো হয়। খেলাগুলোর মধ্যে ছিল– দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, অঙ্ক দৌড়, মার্বেল দৌড় এবং রোপ স্কিপিং। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি লাভ করে এক অনন্য আনন্দের মাত্রায়। সেই সঙ্গে তাদের মায়েরাও অংশ নেন বালিশ খেলায়। তাঁদেরও ক্রমাগত সমর্থনে মাঠ প্রাঙ্গণে লাভ করে এক উৎসবমুখর পরিবেশ।
এই ক্রীড়ানুষ্ঠান সম্পূর্ণরূপে আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ রাজশাহী মেডিকেল কলেজ শাখা পরিচালিত ‘এসো পড়তে শিখি’ স্কুল। উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজের সুহৃদের পরিচালিত এই স্কুলটি ২০১৭ সাল থেকে মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে।
এ ছাড়া গত ১৪ মার্চ আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে তারা নিজ দেশ এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয়াবলির ছবি অঙ্কন করে। এতে করে তাদের মধ্যে ছোটবেলা থেকেই দেশাত্মবোধের ধারণা জন্মাবে বলে আশা ব্যক্ত করেন ‘এসো পড়তে শিখি’ এর শিক্ষকরা। এই ভিন্নধর্মী উদ্যোগের প্রশংসাও করেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী ও রাজশাহী মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান ডা. হারুন অর রশিদ।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সুহৃদ, রাজশাহী মেডিকেল কলেজ
মন্তব্য করুন