মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর শহরের আলিপুর গোরস্থান জামে মসজিদ থেকে র‌্যালিটি বের হয়ে মুজিব সড়ক ঘুবে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে তারা পথসভা করেন। 

পথসভায় সংগঠনের সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ-সভাপতি মওলানা নুরুজ্জামান।

বক্তারা সংক্ষিপ্ত পথসভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য সরকারের কাছে দাবি জানান। এ ছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামের বিধান মেনে চলা, অশ্লীল পোস্টার অবিলম্বে ছিড়ে ফেলা এবং সিনেমা হল বন্ধ রাখার জন্য সরকারের কাছে দাবি জানান।