স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচনে আসতে হবে। এই সাংবিধানিক প্রক্রিয়া তারা আসবে কি না তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি না আসে অতীতের মতোই আবারও ভুল করবে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত।’

মঙ্গলবার বিকেলে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি রাজনীতির নামে যদি আবারও নৈরাজ্য সৃষ্টি করে তাহলে নিরাপত্তা বাহিনী লাগবে না, জনগণকে নিয়েই আওয়ামী লীগ মোকাবিলা করবে। আওয়ামী লীগ সব সময়ই বিশ্বাস করে- জনগণই তার মূল শক্তি। আমরা উন্নয়নের মহাস্রোতে আছি। জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।’ 

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের শেষে ফলকের পাশেই একটি কামিনী ফুলের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক প্রমুখ।