পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ স ম ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। এমপির বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছেন উপজেলা সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। তাঁদের অনুসারীরা মঙ্গলবার বাউফল পৌর শহরে এমপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

নেতাকর্মীরা সকাল ১১টার দিকে শহরের কাগজীর পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাঁরা ডাকবাংলোর সামনে ইলিশ চত্বরে সমাবেশ করেন। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যানের পক্ষে তাঁর ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান এবং পৌর মেয়রের পক্ষে ছিলেন মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাউফল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, দাসপাড়া ইউপি চেয়ারম্যান আবু নাঈম মো. জাহাঙ্গীর হোসেন ও নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার।


সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার সংঘর্ষের সময় উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এমপি ফিরোজ দায়ী। আমরা তাঁর বিচার চাই। এমপির নির্দেশে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যানের ওপর হামলা চালায়।


বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করতে শুক্রবার শহরের আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে একই সময়ে সমাবেশ আহ্বান করেছিলেন এমপি ফিরোজ ও উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় চেয়ারম্যানের অনুসারীরা। এক পর্যায়ে চেয়ারম্যানকে ছুরিকাঘাত করা হয়। এ সময় নীরব ছিলেন পৌর মেয়র জুয়েলের অনুসারীরা।