- সারাদেশ
- ঈদের আগে বকেয়া পরিশোধের দাবি পাটকল শ্রমিকদের
ঈদের আগে বকেয়া পরিশোধের দাবি পাটকল শ্রমিকদের

ছবি: সংগৃহীত
ইজারা বা ব্যক্তিমালিকানায় নয়, বন্ধ থাকা পাটকলগুলো অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং ঈদের আগে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধসহ ৬ দফা দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। মঙ্গলবার সকালে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
এ দাবিতে আগামী ৭ এপ্রিল রাজঘাট, ১৪ এপ্রিল ইস্টার্ন গেট ও ১৫ এপ্রিল খালিশপুর শিল্পাঞ্চলে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে ঈদের পর বিভাগীয় সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, ২০২০ সালের ২ জুলাই সরকার রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করে দেয়। মিল বন্ধের দুই মাসের মধ্যে সব পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও এখনও অনেক শ্রমিক তাঁদের বকেয়া টাকা পাননি। খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামের কেএফডি ও আর আর জুট মিলের শ্রমিকরা এখনও বকেয়া টাকা পাননি।
ফলে শ্রমিকরা উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন। বর্তমানে জীবনযাপন ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। রোজা ও ঈদুল ফিতরও চলে আসছে। এ অবস্থায় ঈদের আগে সব শ্রমিকের বকেয়া পরিশোধ করা জরুরি।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে– আগামী ঈদুল ফিতরের আগে বকেয়া টাকা পরিশোধ, যেসব শ্রমিক সঞ্চয়পত্রের কাগজ পাননি তাঁদের অবিলম্বে তা হস্তান্তর, সব পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, লোকসানের জন্য দায়ীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা এবং লুটপাটকারীদের সম্পদ বাজেয়াপ্ত করাসহ শাস্তি নিশ্চিত করা।
এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন পাটকল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, তাঁদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া, নিত্যপণ্যের বাজারদর বিবেচনায় নিয়ে এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি নির্ধারণ, ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়ন, সময়ের চাহিদা বিবেচনায় পাট থেকে বহুমুখী পণ্য উৎপাদনের জন্য গবেষণা খাতে প্রয়োজনীয় বরাদ্দ, বিজেএমসির মাথাভারী প্রশাসন থেকে অতিরিক্ত জনবল ছাঁটাই, পাট মন্ত্রণালয়ের অযাচিত খবরদারি বন্ধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল পরিচালনা সংস্থাটিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত, চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদে পাটকল পরিচালনাসংশ্লিষ্ট দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ ও সৎ ব্যক্তিদের পদায়ন এবং পাটকল রক্ষা আন্দোলনের নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, আ ফ ম মহসীন, মোজাম্মেল হক, মুনীর চৌধুরী সোহেল ও মিজানুর রহমান বাবু।
মন্তব্য করুন