জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করবে ঢাকা জেলা। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ ঘর হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, ঢাকা জেলায় আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১ হাজার ৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২৫৫টি, ৩য় পর্যায়ে ২৭১টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়।

৪র্থ পর্যায়ে ৩৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। এর মাধ্যমে সাভার, কেরানীগঞ্জ ও দোহার উপজেলায় এ ঘর হস্তান্তর করা হবে বলে ঢাকা জেলার প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি