গ্রেপ্তার এড়াতে অপহরণ নাটক সাজিয়ে প্রথম স্ত্রী এবং তার বাবা-মা-ভাইয়ের বিরুদ্ধে মা-কে দিয়ে মামলা দিয়ে লুকিয়ে ছিলেন এক ব্যক্তি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে অবশেষে গ্রেপ্তার হন তিনি। ঘটনাটি সিরাজগঞ্জের বেলকুচির গাবগছি গ্রামের। ফরহাদ হোসেন (৩৫) খলিফা ওই গ্রামের মৃত নওশের আলী খলিফা ও সখিনা খাতুনের ছেলে।

প্রথম স্ত্রী সালমা খাতুন ও তার বাবা-মা এবং ভাইসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়ে গত ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর গা-ঢাকা দেন ফরহাদ। পারভীন খাতুন নামের অপর নারীকে বিয়ে করে এরপর কিশোরগঞ্জের বীরদামপাড়ায় থাকতেন তিনি। 

বেলকুচি থানা পুলিশ দায়সারা খুঁজে ফরহাদকে না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদীর নারাজির প্রেক্ষিতে আদালত থেকে পরে মামলার তদন্ত ভার পান সিআইডি পুলিশ। এরপর দীর্ঘ তদন্তের পর খুজে পায় ফরহাদকে। ধরা পড়ে তার চতুরতা। আদালতে ১৬ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’