- সারাদেশ
- থানচিতে আগুনে পুড়ল ৫২ দোকান
থানচিতে আগুনে পুড়ল ৫২ দোকান

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি: সমকাল
বান্দরবানের থানচি উপজেলায় অগ্নিকাণ্ডে ৫২টি দোকান পুড়ে গেছে। দুই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বলিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
বলিপাড়া বাজার কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, ভোর ৬টার দিকে বাজারের নীলগিরি হোটেল নামে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। বাজারের বেশির ভাগ দোকান টিন দিয়ে তৈরি।
থানচি ফায়ার ষ্টেশনের ফায়ার লিডার মো. পেয়ার মাহমুদ জানান, ভোর ৬টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪৫টি স্থায়ী দোকান ও ৭টি ভাসমান কাঁচামালের দোকান পুড়ে গেছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, আগুন লাগার খবর জেনে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য করুন