- সারাদেশ
- নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটির মানববন্ধন
নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটির মানববন্ধন

মাগুরা প্রেসক্লাবের সামনে গণকমিটির মানববন্ধন। ছবি: সমকাল
গ্যাস, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপণ্যের দাম কমানো এবং চিকিৎসাসেবায় নৈরাজ্য দূর করার দাবিতে মানববন্ধন করেছে গণকমিটি মাগুরা জেলা শাখা। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের চৌরাঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে গণকমিটি।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন জেলা গণকমিটির আহবায়ক এটিএম মহব্বত আলী। এ সময় বক্তব্য দেন জেলা গণকমিটির সদস্যসচিব প্রকৌশলী শম্পা বসু ও গণকমিটির কার্য নির্বাহী সদস্য বাসারুল হায়দার বাচ্চু।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেল, গ্যাস বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। শিক্ষা, চিকিৎসা খরচ আকাশ ছোঁয়া।
সব কিছু বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়ছে না। কৃষি পণ্য সার, বীজ, সেচ খরচ দফায়-দফায় বাড়ছে। জেলায় চিকিৎসা ক্ষেত্রে নৈরাজ্য চলছে। সরকারি হাসপাতালে চিকিৎসক ও লোকবল সংকট চরমে পৌঁছেছে। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। যে কারণে দরিদ্র মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা অবিলম্বে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কামানো ও দরিদ্রদের সরকারি হাসপাতালে বিনামূল্য চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সব ওষুধের ব্যবস্থা করার দাবি জানান।
মন্তব্য করুন