- সারাদেশ
- খাবার পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন
খাবার পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

সুপেয় পানির দাবিতে মামনববন্ধন
আন্তর্জাতিক পানি দিবসে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১০টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেপাড়া সংলগ্ন সড়কে এ মানববন্ধন হয়। উপকুলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপকুলজুড়ে সুপেয় পানির অভাব পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন তারা।
বক্তারা বলেন, চারিদিকে অজস্র পানি থাকা সত্ত্বেও দিনে দিনে খাবার ও ব্যবহার উপযোগী পানির সংকট প্রবল হচ্ছে।
মানববন্ধনে অন্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল নাইম, ফুয়াদ মাহমুদ, হিমাদ্রী রাজ হিমু, জাহিদ হাসান, বিশ্বজিত মন্ডল, তনুশ্রী মন্ডল, রুপা জোয়ারদার, হামিদ হোসেন ও শুভজিত সরকার প্রমুখ।
মন্তব্য করুন