আন্তর্জাতিক পানি দিবসে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১০টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেপাড়া সংলগ্ন সড়কে এ মানববন্ধন হয়। উপকুলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপকুলজুড়ে সুপেয় পানির অভাব পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন তারা। 

বক্তারা বলেন, চারিদিকে অজস্র পানি থাকা সত্ত্বেও দিনে দিনে খাবার ও ব্যবহার উপযোগী পানির সংকট প্রবল হচ্ছে। 

মানববন্ধনে অন্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল নাইম, ফুয়াদ মাহমুদ, হিমাদ্রী রাজ হিমু, জাহিদ হাসান, বিশ্বজিত মন্ডল, তনুশ্রী মন্ডল, রুপা জোয়ারদার, হামিদ হোসেন ও শুভজিত সরকার প্রমুখ।