- সারাদেশ
- মাদক মামলায় যাবজ্জীবন
মাদক মামলায় যাবজ্জীবন
-samakal-641accde526b5.jpg)
প্রতীকী ছবি
জয়পুরহাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফরহাদ আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া-দর্শনা গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি জামিনে পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশা জাতীয় ইনজেকশন ভারত থেকে গোপনে দেশে আনছিলেন। এ সময় পাঁচবিবি উপজেলার চেঁচরা সীমান্ত এলাকায় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ১৪০টি নেশা জাতীয় ইনজেকশনসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তৎকালীন পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তদন্ত শেষে ২০১৮ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মন্তব্য করুন