বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে চট্টগ্রামে মানববন্ধন এবং নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা বলেন, এ সমস্যা থেকে মুক্তি পেতে আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা জরুরি। পাশাপাশি দূষণের উৎস বন্ধ করতে ও মানুষের বিবেক জাগ্রত করতে প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ। 

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বিভিন্ন পরিবেশ ও নাগরিক সংগঠন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, নগরবাসী অতিরিক্ত বায়ু ও শব্দদূষণের কারণে স্বাস্থ্যগতসহ নানা পরিবেশ-সংকটে নিমজ্জিত। যেভাবে দূষণ বাড়ছে, তাতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নগর। এভাবে চলত থাকলে ভবিষ্যৎ বাংলাদেশও বসবাসের অযোগ্য হয়ে পড়বে। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা বলেন, বায়ু ও শব্দদূষণ ঝুঁকিপূর্ণ সব মাত্রা ছাড়িয়ে গেছে। এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে জনজীবনে। এখনই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে পরিস্থিতি দুঃসহ হয়ে উঠতে পারে। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে নাগরিকদেরও অনেক দায়িত্ব-কর্তব্য আছে। সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন গ্রিন অ্যালায়েন্স বাংলাদেশের সভাপতি সাংবাদিক আবসার মাহফুজ। এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের সহসভাপতি শিল্পী শাহরিয়ার খালেদ প্রমুখ। 

কর্মসূচিতে গ্রিন অ্যালায়েন্স বাংলাদেশ, পরিবেশ মানবাধিকার আন্দোলন, ইকো ফ্রেন্ডস, প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ব্রাইট বাংলাদেশ ফোরাম, এসডিজি ইয়ুথ ফোরামসহ বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠন অংশ নেয়।