- সারাদেশ
- মগবাজারে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মগবাজারে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি
রাজধানীর মগাবাজারে ফ্লাইওভারের ঢালে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুল হক সাকির (২৫) ভগ্নিপতি আল আমিন বলেন, তাঁর শ্যালক উত্তরায় একটি মেসে থাকতেন। গতকাল মগবাজারের সোনালীবাগে তাঁর বড় বোনের বাসায় বেড়াতে আসেন। পরে মোটরবাইক চালিয়ে উত্তরা যাওয়ার পথে মগবাজারে ওয়্যারলেসের ফ্লাইওভারের ঢালে পেছন থেকে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদের ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। বাসটি জব্দ করা হয়েছে। সাকির বাড়ি কিশোরগঞ্জ সদরের বোলাইয়ে। তাঁর বাবার নাম আবদুস সালাম।
মন্তব্য করুন