- সারাদেশ
- সেই কবরস্থান থেকে ফের ১১ কঙ্কাল চুরি
সেই কবরস্থান থেকে ফের ১১ কঙ্কাল চুরি

ছবি- সংগৃহীত
মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ১১ কবর থেকে কঙ্কাল চুরি হয়। এ নিয়ে একই কবরস্থান থেকে তিনবার কঙ্কাল চুরির ঘটনা ঘটল।
মুক্তাগাছা-পিয়ারপুর সড়কের পাশে রঘুনাথপুর কেন্দ্রীয় কবরস্থান। এ কবরস্থানে রঘুনাথপুর, মৌশাদিয়া, আলগীরচরসহ কয়েকটি গ্রামের মানুষের মরদেহ দাফন করা হয়। এটি একটি পরিচ্ছন্ন কবরস্থান। পুরো কবরস্থানে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা রয়েছে। এরপরও বারবার এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার রাতেও ১১টি কঙ্কাল চুরি যায়। এর আগেও দু’বার কঙ্কাল চুরির ঘটনা ঘটে। সর্বশেষ তিন বছর আগে কঙ্কাল চুরির ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হলেও, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, এর আগে চুরির ঘটনায় চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তখন আরও কয়েকজনকে শনাক্তও করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
রঘুনাথপুর জামিয়া মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমানের ভাষ্য, কবরস্থানজুড়ে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা রয়েছে। সঙ্গে রয়েছে মুক্তাগাছা-পিয়ারপুর সড়ক। সারারাত যানবাহন চলাচল করে এ সড়কে। এরপরও কীভাবে চুরির ঘটনা ঘটলু এটাই বুঝতে পারছেন না তাঁরা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন