- সারাদেশ
- গ্যাস ছাড়াই ১৩ বছর বিল দিচ্ছেন ৩০০ গ্রাহক
গ্যাস ছাড়াই ১৩ বছর বিল দিচ্ছেন ৩০০ গ্রাহক

প্রতীকী ছবি।
নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয় ঘেরাও করেন অর্ধশতাধিক গ্রাহক। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার-মুরাদনগর উপশাখা ঘেরাও করেন তাঁরা। দেবিদ্বার-মুরাদনগর উপশাখার অধীনে অধিকাংশ গ্রাহক গ্যাস নিয়ে বিড়ম্বনায় ভুগছেন এবং সারাদিন তো দূরের কথা, অনেক সময় রাতেও গ্যাসের দেখা মেলে না।
দেবিদ্বার পৌর এলাকার নাসির উদ্দিন বলেন, পৌর এলাকার অধিকাংশ গ্রাহককে গ্যাসের অভাবে সকালের নাশতা এবং রাতের খাবার না খেয়ে থাকতে হয়। অন্যথায় হোটেল থেকে কিনে এনে খাবার খেতে হয়। এ সমস্যা দীর্ঘদিনের হলেও কোনো প্রতিকার নেই। গ্যাস বিল যাঁরা আটকে রাখেন, তাঁদের রাইজার কেটে দেয় এবং মামলার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে আমরা গ্যাস বিল নিয়মিত পরিশোধ করে আসছি। সামনে রমজান মাস, কষ্ট লাঘবে আজ (বুধবার) নারী-পুরুষ মিলে অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছি।’
মুরাদনগর সদর ইউনিয়নের করকোডিয়া গ্রামের আকতার হোসেন জানান, ১৩ বছর ধরে তাঁদের এলাকার ৩০০ গ্রাহক গ্যাস সংযোগ নিয়ে নিয়মিত বিল পরিশোধ করে আসছেন। অথচ এই দীর্ঘ সময়ে কখনোই দিনের বেলা গ্যাস পাননি তাঁরা।
খাইরুন্নেছা নামের এক বিক্ষোভকারী বলেন, ‘মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস কূপ থেকে উত্তোলিত গ্যাস দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হলেও আমরা মুরাদনগরবাসী গ্যাস থেকে বঞ্চিত। আমরা ২০১০ সালে সংযোগ পেলেও দিনে কখনও গ্যাস পাইনি। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন রাত ৯-১০টার পর গ্যাস এলেও ভোর ৫টার মধ্যেই চলে যায়। গ্যাস অফিসে বহুবার আবেদন করেছি কোনো প্রতিকার পাইনি।’
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দেবিদ্বার-মুরাদনগর উপশাখার উপব্যবস্থাপক নূর করিম বলেন, ‘এ কর্মস্থলে নতুন এসেছি। গ্রাহকের সমস্যা হলে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব। আগে এক ইঞ্চি পাইপে এক কিলোমিটার এলাকা গ্যাস সংযোগ পেত। এখন গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় ওই সমস্যা দেখা দিচ্ছে।’
মন্তব্য করুন