- সারাদেশ
- স্ত্রী-সন্তানকে থানায় আটকে মামলার ঘটনায় এমএসএফ-এর নিন্দা
স্ত্রী-সন্তানকে থানায় আটকে মামলার ঘটনায় এমএসএফ-এর নিন্দা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে মারামারির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী ও দুই শিশুকে থানায় আটকে রেখে মামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এর পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মার্চ সকালে কক্সবাজারের পূর্ব ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজীপাড়া এলাকায় প্রতিবেশী মৃত নজীর আহমেদের ছেলে শাহজাহান ও মৃত আবু শামার ছেলে হারুন অর রশীদের মধ্যে নলকূপের পানি চলাচল নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় শাহাজাহান হারুন অর রশীদকে আঘাত করলে তিনি আহত হন। এ ঘটনার পর কোনো অভিযোগ ছাড়াই ঈদগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন শাহজাহানের বাড়িতে অভিযান চালান। শাহজাহানকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও দুই শিশুকে থানায় আটকে রাখেন। এক পর্যায়ে ওসি হারুন অর রশীদের স্বজনদের থানায় ডেকে মামলা রেকর্ড করে তাদের আদালতে প্রেরণ করেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণ অনাকাঙ্খিত ও অনভিপ্রেত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিনা অপরাধে একজন নারীকে তার দুই শিশুসহ থানায় আটকে রাখা সম্পূর্ণভাবে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। এমএসএফ অভিযোগটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।
মন্তব্য করুন