- সারাদেশ
- নান্দাইলে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১
নান্দাইলে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

নিহত আল আমিন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাড়িয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত আল আমিন (৩৭) হাড়িয়াকান্দি গ্রামের রমজান আলীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে হাড়িয়াকান্দি গ্রামের সেকান্দর আলী, তাহের মিয়া ও সুমনদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছে আল আমিনের পরিবারের। এ নিয়ে বেশ কয়েকটি সালিশ বৈঠক হলেও বিষয়টির কোনো মীমাংসা হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আল আমিন বাজার থেকে বাড়িতে ফিরে উঠানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাড়িতে ঢুকে কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। চিৎকার শুনে আল আমিনের বাবা রমজান আলী এগিয়ে এলে তাঁকেও কোপায় দুর্বৃত্তরা। এতে আল আমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রমজান আলীকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, হামলার পর পালিয়ে যাওয়ার সময় দাসহ ধীতপুর গ্রামের মাজহারুল হক (২৮) নামে একজনকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী।
নিহতের বড় ভাই আবু সাঈদ জানান, আটক মাজহারুলকে তিনি চেনেন না। তার ধারণা, মাজহারুল ভাড়াটে হিসেবে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ সমকালকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন