- সারাদেশ
- গঙ্গা বিলাসে সুন্দরবন ঘুরে বেড়াচ্ছেন ৬ বিদেশি পর্যটক
গঙ্গা বিলাসে সুন্দরবন ঘুরে বেড়াচ্ছেন ৬ বিদেশি পর্যটক

ভারতের প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস। ছবি-সমকাল
প্রায় দেড় মাসের মাথায় আবারও সুন্দরবন ভ্রমণে এসেছেন ভারতের বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস। দ্বিতীয় দফায় আসা এ প্রমোদতরীটিতে এবার ৬ জন বিদেশী পর্যটক এখন সুন্দরবনের গহিনে ঘুরে বেড়াচ্ছেন। গত ১ মার্চ ৩টি দেশের ৭ জন পর্যটক নিয়ে ভারতের আসাম থেকে ছাড়ে আসে এ প্রমোদতরী। এরপর ১৩ মার্চ ভারত-বাংলাদেশ সীমান্তের কুড়িগ্রাম জেলার চিলমারী দিয়ে এদেশে প্রবেশ করে এ জাহাজটি।
প্রমোদতরী গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর ঢাকার জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান, আসাম থেকে ছেড়ে আসা ভারতীয় এ ক্রুজটি এবার বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল হয়ে নারায়ণগঞ্জ গেলে সেখানে নেমে যান অস্ট্রেলিয়ার একজন পর্যটক। সোমবার ওই পর্যটক ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে তার নিজ দেশে চলে গেছেন। এরপর জাহাজটি বরিশাল হয়ে বুধবার সকাল ১১টা ২০ মিনিটে সুন্দরবনে প্রবেশ করে। সুন্দরবন ভ্রমণে জাহাজটিতে ৪ জন সুইজারল্যান্ড ও ২ জন জার্মানির পর্যটক রয়েছেন।
বনবিভাগের মোংলার ঢাংমারী ষ্টেশনে রাজস্ব জমা দিয়ে ২জন সশস্ত্র বনপ্রহরী নিয়ে দুপুরে হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে যায় জাহাজটি। সেখানে পর্যটকরা নেমে পর্যটন কেন্দ্রের ভিতরে ঘোরাঘুরি শেষে আবার জাহাজে ফিরে আসেন। এরপর বৃহস্পতিবার সুন্দরবনের কচিখালী এলাকায় ভ্রমণ শেষে রাতে বনের অভ্যন্তরে অবস্থান করে প্রমোদতরীটি। শুক্রবার কটকা ও জামতলা সি বিচ এলাকা ঘুরে রাতে মোংলা বন্দরের পশুর নদীতে অবস্থান করবেন পর্যটকরা। শনিবার পর্যটকরা মোংলা বন্দর থেকে সড়ক পথে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এলাকায় ভ্রমণ শেষে জাহাজে ফিরে রাত্রিযাপন করবেন। পরের দিন রোববার বিদেশী পর্যটকদের নিয়ে সুন্দরবন ত্যাগ করবে এ প্রমোদতরী। এ দিনই জাহাজটির এদেশের খুলনা জেলার আংটিহারা ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করার কথা রয়েছে। এরপর কলকাতায় গিয়ে এ ভ্রমণের সমাপ্তি ঘটবে।
এর আগে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে গঙ্গা বিলাস ২৭ জন সুইজারল্যান্ড ও ১ জন জার্মানির পর্যটক নিয়ে বাংলাদেশে এসে ভ্রমণ শেষে তৃতীয় সপ্তাহে ভারতে ফিরে যায়। প্রমোদতরীটি প্রথমবারের মত বিদেশি পর্যটক নিয়ে বাংলাদেশে আসলে মোংলা বন্দর জেটিতে তখন আগত জাহাজ ও পর্যটকদের স্বাগত জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাসহ সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন