- সারাদেশ
- আ’লীগ নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
আ’লীগ নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

আজ বৃহস্পতিবার জেলা শহরের মাছিমপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির চাচাতো ভাই রিপন এ মামলার ছয় নম্বর আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের ওসি রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা থেকে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। নির্বাচনে প্রাক্তন শিক্ষক শাহজাহান আলীর প্রতিপক্ষ ছিলেন ছাত্রলীগ নেতা রবিন হাসান রকি। ফল ঘোষণার আগেই ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে আমন্ত্রিত অতিথি মোহাম্মদ আলী আকন্দ, তাঁর সহধর্মিণী সনিয়া সবুরসহ আওয়ামী লীগের নেতাকর্মীকে বেধড়ক পোটানো হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা রকি, হাবিবে মিল্লাত, আকতার হামিদ, রকির চাচা আল মাহমুদ, আতাউর রহমান, ভাই রিপনসহ শতাধিক লোক। তাঁদের বিরুদ্ধে বেলকুচি থানায় বুধবার সন্ধ্যায় দুটি মামলা করেন মোহাম্মদ আলী আকন্দ ও সনিয়া সবুর আকন্দ।
মন্তব্য করুন