- সারাদেশ
- ৭০ বছরে বিয়ের পিঁড়িতে
৭০ বছরে বিয়ের পিঁড়িতে

নবদম্পতি অধ্যাপক হাওলাদার শওকত আলী ও শাহেদা বেগম নাজু - সংগৃহীত
৭০ বছর বয়সে কুমারত্বের অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। বর রামপালের জিগিরমোল্লা গ্রামের নওশের আলীর ছেলে অধ্যাপক হাওলাদার শওকত আলী। মোংলার ৩৫ বছরের মেয়ে শাহেদা বেগম নাজুকে বিয়ে করেছেন তিনি।
জাঁকজমকপূর্ণভাবে গত শনিবার বিয়ে হয় তাঁদের। ১০ লাখ ১ টাকা দেনমোহরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দু’পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।
রামপাল সরকারি কলেজের শিক্ষক ছিলেন শওকত আলী। অবসরের পর একাকিত্ব বোধ করছিলেন তিনি। পরিবারের হাল ধরতে ও ভাইবোনদের প্রতিষ্ঠিত করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তাঁর। জীবনের অধিকাংশ সময় শিক্ষকতা, পরিবার ও সমাজসেবায় ব্যয় করেছেন। বিয়ের কথা বললেও রাজি হননি। সারাজীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন।
স্বজন আ. হালিম খোকন জানান, তিনি তাঁদের কাছে বটবৃক্ষের মতো। তাঁরা ব্যবসার কাজে ব্যস্ত থাকায় ভাই একাকিত্ব বোধ করতেন। এ জন্য তাঁর সঙ্গিনী দরকার ছিল। বিয়ের জন্য চাপ দিলে তিনি এক সময় রাজি হন। এক সন্তানের জননী, এক বিধবার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তাঁর। আগের সংসারের মেয়ের দায়িত্বও নিয়েছেন শওকত আলী। ফোন বন্ধ পাওয়ায় নবদম্পতির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মন্তব্য করুন