সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাছের ঘের থেকে বিলাল হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে বাগদা চিংড়িসহ নেটের ব্যাগ ও একটি লাঠিও উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রমজাননগর গ্রামের আব্দুল মজিদের ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিলাল উপজেলার রমজাননগর গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে।  

নিহতের স্ত্রী আকলিমা বেগম জানান, রাতে খাওয়ার পর বিলাল বাড়ি থেকে বের হন। সেহরির সময় না ফেরায় বিলালের মা তার খোঁজে বের হন। সকালে তার মরদেহ ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেন। 

রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন জানান, বিলাল অন্যের ঘের থেকে মাছ চুরি করতো। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বা হত্যা করা হয়েছে কি না তা এখনই বলা যাচ্ছে না। 

শ্যামনগর থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।