করিমগঞ্জের খামারি এরশাদ উদ্দিন গত রমজানের মতো এবারও তাঁর খামারের দুধ ১০ টাকা লিটার দরে তুলে দিচ্ছেন অসচ্ছল পরিবারগুলোর হাতে। শুক্রবার থেকে করিমগঞ্জের নিয়ামতপুর রৌহা এলাকার নিজের খামার 'জেসি এগ্রো ফার্ম' থেকে এই কার্যক্রম শুরু করেছেন তিনি।

দৈনিক ৭০ লিটার দুধ উৎপাদন হয় এরশাদ উদ্দিনের খামারে। ফলে দৈনিক ৭০টি পরিবারকে তিনি ১০ টাকা দরে এক লিটার করে দুধ দেবেন বলে জানিয়েছেন। পুরো রমজানে তিনি ২ হাজার মানুষকে ২ টন দুধ সরবরাহ করবেন।

এরশাদ উদ্দিন জানিয়েছেন, তিনি ইতোমধ্যে ১ হাজার ২০০ মানুষের তালিকা করেছেন। বাইরে থেকে আরও কেউ এলে যেন দুধ নিতে পারেন, সেই জন্য ৮০০ জনের নাম ফাঁকা রেখেছেন।

এর পাশাপাশি লোক দিয়ে বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার ছাত্রদের কাছেও দুধ পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

রোজায় দুধের লিটার হয়ে যায় ১০০ টাকা। গরিব মানুষ তখন দুধ কিনতে পারেন না। সেই কারণে গত বছরের রমজান থেকে খামারি এরশাদ উদ্দিন ১০ টাকা লিটার দুধ বিতরণ চালু করেছেন।