বিশ্ব জুড়ে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। অনেকেই হৃদরোগের নানা লক্ষণ এড়িয়ে যান। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক লক্ষণ সনাক্ত করা গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।

হৃদরোগের যেসব লক্ষণ অবহেলা করা ঠিক নয় তা জানানো হয়েছে 'ইন্ডিয়াটিভি'র এক প্রতিবেদনে।

বুক ব্যথা: প্রচণ্ড বুকে ব্যথা বা বুক ভারী বোধ হওয়া, চোয়াল, বাঁ হাতে ব্যথা ছড়িয়ে পড়া হৃদরোগের ইঙ্গিত দিতে পারে। এ ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পায়ে ফোলাভাব: হাঁটার সময় বা সিঁড়ি বেয়ে ওঠার সময় যদি আপনি শ্বাসকষ্ট অনুভব বা পায়ে ফোলভাব  লক্ষ্য করেন, তাহলে হৃদরোগের লক্ষণ হতে পারে।

শরীরের অন্যান্য অংশে অস্বস্তি: হৃৎপিণ্ডকে প্রভাবিত করার পাশাপাশি সারা শরীরে অস্বস্তি তৈরি হলে সাবধান। হৃদেরোগে আক্রান্ত হলে হাত, পিঠ, ঘাড় এবং চোয়ালে ব্যথা এবং অস্বস্তি অনুভব করতে পারেন। তবে হৃদরোগে আক্রান্তের লক্ষণ একেক জনের একেকরকম হতে পারে।

মাথা ঘোরা: আপনি যদি পর্যাপ্ত পানি পান না করেন, খাবার এড়িয়ে যান তখন হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘুরতে পারে। বুকের ব্যথা, শ্বাসকষ্টের পাশাপাশি যদি মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা অনুভব করেন, তাহলে এড়িয়ে যাবেন না। এটাও হৃদরোগের লক্ষণ হতে পারে।

ক্লান্তি: আপনি যদি সহজেই ক্লান্ত বোধ করেন এবং অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট অনুভব করেন তাহলেও হৃদরোগের লক্ষণ হতে পারে।