ঝিনাইদহের কালীগঞ্জে মাটিটানা ট্রলির ধাক্কায় তরিকুল ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বারোবাজার- বাঘারপাড়া সড়কের শ্মশানঘাট এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার বাারোবাজার ইউনিয়নের সূবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে ও মাঝদিয়া সূবর্ণাসারা মাাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আহত স্কুল শিক্ষক মাহবুবুর রহমান জাানান, সকালে মোটরসাইকেল যোগে ভাইপোকে নিয়ে বারোবাজার যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভাইপো তরিকুল নিহত হয়।

কালীগঞ্জ সূবর্ণাসারা পুলিশ ফাঁড়ির এসআই সেলিম ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে  জানান, মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।