চুয়াডাঙ্গার জীবননগরে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলার উথলী মোল্লাবাড়ী মোড় থেকে স্বর্ণসহ পাচারকারীকে আটক করে বিজিবি।

আটক স্বর্ণ পাচারকারীর নাম মো.জুয়েল হোসেন (৩৯)। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, জীবননগর সীমান্তের নতুনপাড়া বিওপি বিজিবি সদস্যরা টহল ডিউটি করছিল। সোর্সের কাছে সংবাদ পেয়ে বিজিবি উথলী মোল্লাবাড়ি রাস্তার মোড়ে অবস্থান নেয় । এসময় জুয়েল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবির সদস্যরা। সোর্সের দেওয়া তথ্যে পাচারকারীর দেহে কসটেপ মোড়ানো ৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, পাচারকারীর কাছ থেকে ৮২৯ দশমিক ২৭ গ্রাম ওজনের ৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের বাজার দর ৬৩ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা। এ ব্যাপারে জীবননগর থানায় বিজিবি একটি মামলা দায়ের করেছে।