নেত্রকোনার কলমাকান্দায় হাঁসের খামারে শেয়াল তাড়ানোর পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মোহাম্মদ  ইব্রাহিম নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ইফতারের আগে উপজেলার পোগলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে কাউসারের হাঁসের খামারে এ দুর্ঘটনাটি ঘটে।

মোহাম্মদ ইব্রাহিম একই গ্রামের মতি মিয়া ও বিলকিস আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে কাউসার নামে এক ব্যক্তি তার হাঁসের খামারের বাউন্ডারি রেলিংয়ে শেয়াল তাড়ানোর জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতে। শনিবার ইফতারের আগে খামারের পাশ দিয়ে যাওয়ার সময় সেই ফাঁদে বিদ্যুতায়িত হয় ইব্রাহিম। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ ।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে  সমকালকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিমের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ডিউটি অফিসার এএসআই হারুন অর রশিদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ওইদিন রাতেই ইব্রাহিমের লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।