- সারাদেশ
- দুর্গাপুরে গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করল পুলিশ
দুর্গাপুরে গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করল পুলিশ

ফাইল ছবি
নেত্রকোনার দুর্গাপুরে বাকবিতণ্ডার জেরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
রোববার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপি নেতাকর্মীরা স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গেলে এসব ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চানসহ চারজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া অন্য তিনজন হচ্ছেন- দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু ও যুবদল নেতা শাহ আলম।
জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপি দলীয় নেতাকর্মীরা সকাল ১০ টার দিকে দলীয় কার্যালয় থেকে র্যালি নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে বের হয়। এ সময় পুলিশের সাথে বিএনপি দলীয় নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও বিএনপির চারজনকে আটক করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, র্যালি নিয়ে ফুল দিতে যাওয়ার সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশেকে দেখে গালি-গালাজ ও ইটপাটকেল মারতে শুরু করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলম ভূইয়া বলেন, রোববার সকাল ১০ টার দিকে আমরা উপজেলার কাচারী মোড় থেকে ব্যানার নিয়ে শহীদবেদীতে ফুল দিতে চাইলে পুলিশ ব্যানার নিয়ে যেতে বাধা দেয়। আমরা সেখান থেকে স্থান ত্যাগ করার সময় পুলিশ ছাত্রদল- যুবদল নেতা-কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ অল্পক্ষণের মধ্যেই আমাদের ধাওয়া দিয়ে হামলা করে ও গুলি ছুড়ে। এ সময় আমাদের চারজন নেতা-কর্মীকে আটক করে। এ ঘটনায় শিশির নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছে বলেও জানান তিনি।
নেত্রকোনার অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, বিএনপির নেতা-কর্মীরা র্যালি করে শহীদ বেদীতে যাওয়ার সময় পুলিশকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ ও ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন